Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ   উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত।

অফিসটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উত্তর দিকে এলজিইডি অফিসের নীচ তলায় অবস্থিত। অফিসটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যেোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন। অফিসটি দেশের গ্রামীণ দারিদ্র্য পীড়িত, অসহায়, সুবিধা বঞ্চিত, অনগ্রসর, জনগোষ্ঠীদের জন্য কাজ করে । সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন-অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ, কাবিটা/টিআর প্রকল্পের আওতায় রাস্তা, প্রতিষ্ঠান,খাল, পুকুর, দুর্যেোগ সহনীয় বাসগৃহ নির্মাণ, জিআর প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যেোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে  চাল বিতরণ  এবং ঈদ-ঊল- আযাহা/ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচিতে চাল  বিতরণ  ইত্যাদি কাজ করে থাকে।

১। ভৌগোলিক অবস্থানঃ

১.১। উপজেলার নাম- গোমস্তাপুর

১.২। ইউনিয়নের সংখ্যা- ০৮ টি

১.৩। পৌর সভার সংখ্যা- ০১ টি

১.৪। সর্বমোট গ্রামের সংখ্যা-২৬৮

১.৫। সর্বমোট জনসংখ্যা-২,৭৫,৮২৩

২। জনবল

ক্রঃনং

পদের নাম

মঞ্জরীকৃত পদের সংখ্যা

কর্মরত পদের সংখ্যা

শুন্য পদের সংখ্যা

মন্তব্য

০১

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

০১

০১

 

 

০২

উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প)

০১

০১

 

 

০৩

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

০১

-

০১

 

০৪

কার্য-সহকারী

(আউট সোসিং)

০১

০১

 

 

০৫

অফিস সহায়ক (আউট সোসিং)

০১

০১

০১